
প্রকাশিত: Sun, Jun 9, 2024 11:19 AM আপডেট: Fri, May 9, 2025 7:42 PM
[১]গাজায় নেতানিয়াহু সরকার সম্পূর্ণ পরাজিত হয়েছে: ইসরায়েলের বিরোধীদলীয় নেতা
সাজ্জাদুল ইসলাম: [২] ইসরায়েলি বিরোধীদলীয় নেতা লিবারম্যান এই মন্তব্য করেছেন। তিনি বলেন, যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার অবরুদ্ধ গাজায় ‘সম্পূর্ণ অপদস্থ হয়েছে, অন্যদিকে উত্তরাঞ্চলে পরাজিত হয়েছে এবং অব্যাহতভাবে হিজবুল্লাহর কাছে আত্মসর্ম্পন করছে। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড
[৩] ওয়াইইসরায়েল বেইতেইনু পাটির প্রধান লিবারম্যান এক্সে দেওয়া পোস্টে বলেন, সরকার উত্তরে হিজবুল্লাহর কাছে অব্যাহতভাবে আত্মসমর্পন করেছে এবং হিজবুল্লাহ সেখানে যা চায় তাই করতে পারে।
[৪] তিনি বলেছেন, আদতে ৭ অক্টোবর থেকে চলা গাজা যুদ্ধে ইসরায়েল ‘পূর্ণ জয়ের’ পরিবর্তে ‘সম্পূর্ণ পরাজিত’ হয়েছে। লিবারম্যান বলেন, সরকার হামাসকে নির্মূল করতে পারেনি এবং সব জিম্মিকে মুক্ত করতে পারেনি। এখন দেশে নেতৃত্বের পরিবর্তন করার সময় এসেছে।
[৫] গাজায় ইসরায়েলি বাহিনী অবিরাম গণহত্যার ২৪৬তম দিন শনিবার(৮ জুন)। এই বর্বরতায় নিহত হয়েছেন অন্তত ৩৬,৭৩১ জন ফিলিস্তিনি নিহত এবং ৮৩৫৩০ জন আহত হয়েছেন। সম্পাদনা: ইকবাল খান
[১]ইসরায়েলি সেনাবাহিনীকে অপরাধী তালিকায় অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘ
ইকবাল খান: [২] জাতিসংঘ মহাসচিব এ্যান্তনিও গুতেরেস ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নিরপরাধ শিশুদের ওপর হামলা ও হাজার হাজার শিশুর মৃত্যুর দায়ে ইসরায়েলি সেনাবাহিনীকে অপরাধীদের বিশ্ব তালিকায় যুক্ত করেছেন বলে তার মুখপাত্র স্টেফান ডুজারিক জানিয়েছেন। সূত্র : সিএনএন
[৩] জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে আরও জানান, জাতিসংঘের এক কর্মকর্তা ইসরায়েলি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে জাতিসংঘের বার্ষিক ‘চিল্ড্রেন ইন আর্মড কনফ্লিক্ট’ প্রতিবেদনে ইসরায়েলের তালিকাভুক্তির বিষয়টি জানান। বিষয়টি যাতে ফাঁস না হয়, সেজন্যই এমনটা করা হয়েছে। প্রতিবেদনটি ১৪ জুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে। ১৮ জুন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
[৪] সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জানিয়েছেন, শুক্রবার তিনি এ সংক্রান্ত প্রজ্ঞাপন পান। সিদ্ধান্তটি অত্যন্ত লজ্জাজনক ও জাতিসংঘের এমন কাজে তিনি অত্যন্ত ক্ষুব্ধ।
[৫] ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, এই পদক্ষেপের কারণে জাতিসংঘের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে ও জাতিসংঘকে এর পরিণতি ভোগ করতে হবে।
[৬] ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আমাদের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিক বাহিনী। তা সত্ত্বেও ইসরায়েলকে মূলত একজন মাত্র ব্যক্তির সিদ্ধান্তেই এই তালিকায় ফেলা হয়েছে। তিনি হলেন জাতিসংঘের মহাসচিব। এই সিদ্ধান্তের মাধ্যমে জাতিসংঘ ইসরায়েলকে নয়, নিজেকেই ইতিহাসের কালো তালিকায় যুক্ত করেছে।
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
